


এপ্রিল ২৫: গত ২৩ এপ্রিলের ছবি। চীনের সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ছাং চি শহরে দ্বিতীয় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটি বইয়ের দোকানে বই পড়ছে। বইগুলো এসেছে ‘সিনচিয়াংকে ছুয়ানচৌ-র সহায়তা’ শীর্ষক কার্যক্রমের আওতায়।
দোকানটি গড়ে উঠেছে চীনের ফুচিয়ান প্রদেশের রাজধানি ছুয়ানচৌ শহরের সহায়তা-গ্রুপের উদ্যোগে। বর্তমানে ছাংচি শহরে রয়েছে ৮টি শাখা বইয়ের দোকান। এতে মোট ব্যয় হয়েছে ৬০ লক্ষাধিক ইউয়ান। দোকানগুলোতে বইয়ের সংখ্যা ৪৫ হাজারের বেশি।
এই দোকান স্থানীয় অধিবাসীদেরকে ২৪ ঘন্টা বই পড়ার এবং সংশ্লিষ্ট বিনোদনমূলক সেবার সুযোগ দেয়।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।