


এপ্রিল ২৪: গত ২১ এপ্রিল তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের আলি শহরে ‘মা ফাং ইয়ুং ছুও’ হ্রদের সুন্দর দৃশ্য দেখা যায়। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় হ্রদের উপরিভাগের বরফ গলেছে।
‘মা ফাং ইয়ুং ছুও’ হ্রদ হচ্ছে চীনে পানি সংরক্ষণ ক্ষমতার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক মিঠা পানির হ্রদ। এর আয়তন ৪১২ বর্গমিলোটার। এটি এশিয়ার চারটি বৃহত্তম নদীর উত্স। প্রতিবছরের শীতকালে এই হ্রদের উপরিভাগে প্রায় ১ মিটার পুরু বরফ জমে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।