


এপ্রিল ২৪: গত ২২ এপ্রিল ‘থুলুফান চিয়াও হ্য ম্যারাথন’ প্রতিযোগিতা সিনচিয়াংয়ের থুলুফানে আয়োজিত হয়। বেইজিং, উহান, ইয়ুননান ও কুয়াংতুংসহ ৯টি প্রদেশ ও শহর এবং চীনের অন্যান্য এলাকার পেশাদার ক্রীড়াবিদবৃন্দ ও অপেশাদার ক্রীড়ানুরাগীরা এতে অংশ নেন। দৌড়বিদরা ৪২.১৯৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করেন।
থুলুফান হচ্ছে সিনচিয়াংয়ে ‘ক্রীড়া+পর্যটন’ এলাকাগুলোর মধ্যে অন্যতম। সাম্প্রতিক বছরগুলোতে এই শহরে ব্যাপকভাবে সংস্কৃতি, পর্যটন, ফুটবল, বাস্কেটবল, থাইচি প্রতিযোগিতা, এবং স্কয়ার নাচ প্রতিযোগিতা আয়োজিত হয়ে আসছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।