


এপ্রিল ২৩: গত ২২ এপ্রিল ছিল ‘রৌ চি চিয়ে’ তথা মাংস উত্সব। সিনচিয়াংয়ের বিভিন্ন স্থানের মানুষ এ উত্সব পালন করেন। সবাই অনেক মজা করেন। সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হ্য থিয়ান শহরের ‘থুয়ান ছেং’ পর্যটনকেন্দ্রের স্থানীয় জনগণ জাতীয় পোষাক পরে, সুন্দর গান বাজান, মনের আনন্দে নাচেন। সবাই পরস্পরকে উত্সবের শুভেচ্ছা জানান। স্থানীয় অধিবাসী ও পর্যটকরা উদযাপনী অনুষ্ঠানে যোগ দেন; সবাই একসাথে উত্সবের আনন্দময় পরিবেশ উপভোগ করেন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।