


হেংতুয়ান পর্বতমালা: দক্ষিণ-পূর্ব তিব্বতে অবস্থিত। এটি গভীর উপত্যকাসহ বেশ কয়েকটি সমান্তরাল পর্বতশ্রেণী নিয়ে গঠিত। পশ্চিম থেকে পূর্বে, এই পর্বতগুলো হল: ‘পোশুলালিং’, ‘থানিয়ানথাওয়েং’ এবং ‘মাংখাং’ পর্বত। এগুলো যথাক্রমে ‘নিয়ানছিং থাংকুলা’ পর্বত এবং ‘থাংকুলা’ পর্বত থেকে বিস্তৃত, এর গড় উচ্চতা ৪০০০ থেকে ৫০০০ মিটার।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।