


‘
‘কাংতিসি’ পর্বতমালা–‘নিয়ান ছিং থাংকুলা’ পর্বতমালা: ‘কাংতিসি’ পর্বতমালা—‘নিয়ান ছিং থাংকুলা’ পশ্চিমে শিছিয়ান নদী এলাকা থেকে শুরু হয়ে পূর্বে হেংতুয়ান পর্বতমালার বোশুলা রিজ পর্যন্ত পৌঁছেছে। এর মোট দৈর্ঘ্য ১৬০০ কিলোমিটার। উত্তর থেকে দক্ষিণে গড়ে ৮০ কিলোমিটার প্রশস্ত এবং ৫৮০০ থেকে ৬০০০ মিটার উঁচু। ‘কাংতিসি’ পর্বতমালা–‘নিয়ান ছিং থাংকুলা’ পর্বতমালা হল উত্তর তিব্বত, দক্ষিণ তিব্বত এবং দক্ষিণ-পূর্ব তিব্বতের মধ্যে প্রাকৃতিক সীমানা।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।