


তিব্বত মালভূমির উত্তরে রয়েছে ‘খুনলুন’ পর্বত এবং এর শাখা টাঙ্গগুলা পর্বতমালা; দক্ষিণে হিমালয়; পশ্চিমে কারাকোরাম পর্বতমালা; পূর্বে হেংতুয়ান পর্বতমালা। এখানে আরও রয়েছে গাংদেস পর্বতমালা – নাইনকেন তাংগুলা পর্বতমালা এবং এর শাখা। এখানকার পর্বতগুলোর গড় উচ্চতা ৪০০০ মিটারের বেশি। এসব পর্বতের মধ্যে ৭০০০ মিটারের বেশি উঁচু পর্বতশিখর আছে ৫০টিরও বেশি শিখর এবং ৮০০০ মিটার উঁচু পর্বতশিখর আছে পাঁচটি। এখানকার প্রাকৃতিক দৃশ্য অনন্য।
তিব্বত মালভূমির পাহাড়গুলো মূলত দুটি দলে বিভক্ত। এগুলো পূর্ব-পশ্চিমে ও উত্তর-দক্ষিণে বিস্তৃত।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।