


এপ্রিল ২০: কিউবার প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় ডিয়াজ-কানেলকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।
বার্তায় প্রেসিডেন্ট সি বলেন, বর্তমানে চীন ও কিউবার মধ্যে উচ্চ পর্যায়ের ও উচ্চ মানের যোগাযোগ বজায় রয়েছে। গত নভেম্বরে প্রেসিডেন্ট ডিয়াজ-কানেলের চীন সফর সফল হয়। তখন দু’পক্ষ নতুন সময়পর্বে দ্বিপাক্ষিক সম্পর্কের অবিরাম উন্নয়নের ব্যাপারে একমত হয়েছে।
প্রেসিডেন্ট সি আরও বলেন, তিনি দু’দেশের সম্পর্কের উন্নয়নের ওপর গুরুত্ব দেন এবং প্রেসিডেন্ট ডিয়াজ-কানেলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে ও দুই পার্টির সম্পর্ক জোরদারে আগ্রহী। তিনি চীন-কিউবা অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।