


এপ্রিল ২০: গতকাল (সোমবার) তাসখন্দে চীন-উজবেকিস্তান অন্ধত্ব প্রতিরোধ সহযোগিতাকেন্দ্রের উদ্বোধন করা হয়। উজবেকিস্তানের স্বাস্থ্য-উপমন্ত্রী সাবিরভ এবং চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের কাও ওয়েইঝং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চীন-উজবেকিস্তান অন্ধত্ব প্রতিরোধ সহযোগিতাকেন্দ্র যৌথভাবে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অ্যান্ড কো-অপারেশন সেন্টার এবং উজবেকিস্তান অপথালমিক মাইক্রোসার্জারি মেডিকেল প্রাকটিক্যাল সেন্টার কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে।
সাবিরভ অনুষ্ঠানে বলেন, উজবেকিস্তান ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে পারস্পরিক শ্রদ্ধা ও কল্যাণের ভিত্তিতে সর্বাত্মক সহযোগিতা চলছে এবং এ থেকে ইতিবাচক ফলও পাওয়া যাচ্ছে। অন্ধত্ব প্রতিরোধ সহযোগিতাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট রোগীরা উপকৃত হবেন।
কাও ওয়েইঝং আশা প্রকাশ করেন যে, কেন্দ্রটি ভবিষ্যতে দুই দেশের চক্ষুসংক্রান্ত সার্কেলের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক শিক্ষার সুযোগ প্রদান করবে, আরও বেশি রোগীকে উচ্চ-স্তরের চক্ষুসংক্রান্ত পরিষেবা দেবে, চক্ষুরোগ সংক্রান্ত বিনিময় ও সহযোগিতার সেতু হয়ে উঠবে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।