


এপ্রিল ১৯: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি তাই পিং গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদে লিবিয়াবিষয়ক এক সভায়, লিবিয়ার রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে, সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, লিবিয়ার নির্বাচন, সংবিধানসহ মৌলিক সমস্যাগুলো নিয়ে আলাপ-আলোচনা চলছে। জাতিসংঘের মহাসচিবের লিবিয়াবিষয়ক বিশেষ দূত লিবিয়ার বিভিন্ন পক্ষের সঙ্গে ব্যাপক আলোচনা করেছেন। আশা করা যায়, সবার প্রচেষ্টায় লিবিয়ায় শান্তি ফিরে আসবে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।