


এপ্রিল ১৮: জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি কেং শুয়াং গতকাল (সোমবার) নিরাপত্তা পরিষদের এক সভায় বলেন, রাজনৈতিক উপায়ে ইয়েমেন সমস্যার সমাধান করতে হবে। ইয়েমেনের বিবদমান পক্ষগুলো এ লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলে চীন আশা করে।
তিনি বলেন, বর্তমানে ইয়েমেনে রাজনৈতিক প্রক্রিয়া কাজ করছে; সংশ্লিষ্ট পক্ষগুলো স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলাপ-আলোচনাও করছে। এক্ষেত্রে সৌদি আরবের ভূমিকা উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, গত ৬ এপ্রিল সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা বেইজিংয়ে বৈঠক করেন। এদিন থেকে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের ঘোষণাও দেন তাঁরা। আঞ্চলিক ঐক্য ও সহযোগিতা জোরদারে এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনে এর গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।