


এপ্রিল ১৮: চীনা রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে ছিন কাং বলেন, চলতি বছর চীন ও উরুগুয়ের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী। দু’দেশের সম্পর্ক ইতোমধ্যে যথেষ্ট পরিপক্ক হয়েছে। দু’পক্ষের উচিত পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করা, বাস্তব সহযোগিতা গভীরতর করা, এবং মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ ইস্যুতে একে অপরকে সমর্থন দিয়ে যাওয়া।
জবাবে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর তাঁর দেশ গুরুত্ব দেয়। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত তিনটি প্রস্তাবকেও গুরুত্ব দেয় উরুগুয়ে। এসব প্রস্তাব বিশ্বের শান্তি ও মানবজাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান বলেও তাঁর দেশ বিশ্বাস করে। দু’দেশের সম্পর্ক উন্নয়নে উরুগুয়ে ইতিবাচক ভূমিকা পালন করে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।