শনিবার, জুন ১০, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকজাপানের পারমাণবিক বর্জ্যপানি সমুদ্রে ফেলা যাবে না: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

জাপানের পারমাণবিক বর্জ্যপানি সমুদ্রে ফেলা যাবে না: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

এপ্রিল ১৭: আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, জি-সেভেন জলবায়ু, জ্বালানি ও পরিবেশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে, জাপানের পারমাণবিক বর্জ্যপানি সমুদ্রে ফেলার সিদ্ধান্তকে সমর্থন না-দেওয়ার কথা বলা হয়েছে। জার্মানির পরিবেশমন্ত্রী বলেছেন, ফুকুশিমা পরমাণু দুর্ঘটনার পর জাপান যে প্রচেষ্টা চালিয়েছে, তা প্রশংসা পাবার যোগ্য। তবে, পারমাণবিক বর্জ্যপানি সমুদ্রে ফেলাকে স্বাগত জানানো চলে না।

মুখপাত্র ওয়াং বলেন, আন্তর্জাতিক সমাজের আপত্তি উপেক্ষা করে পারমাণবিক বর্জ্যপানি সমুদ্রে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জাপান। এই ভুল সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাবে না।

তিনি বলেন, বিশ্বের ৯৩.২ শতাংশ নেটিজেন ফুকুশিমা পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের বর্জ্যপানি সমুদ্রে ফেলার জাপানি সিদ্ধান্তের বিরুদ্ধে মত প্রকাশ করেছে। জাপানি সরকারকে এই জনমতের মূল্য দিতে হবে।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট