


এপ্রিল ১৬: গত ১৩ এপ্রিল চীন-লাওস রেলপথের লাওস অংশে যাত্রীসংখ্যা ছিল ১০ হাজারের বেশি। পাশাপাশি, এ সময় এ অংশে মালামাল পরিবাহিত হয় ১০ সহস্রাধিক টন। গতকাল (শনিবার) চীন-লাওস রেলপথ লিমিটেড কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত, চীন-লাওস রেলপথের লাওস অংশে মোট ১১৩০টি মালবাহী ট্রেন পরিচালিত হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২২ শতাংশ বেশি। উক্ত সময়কালে মাল পরিবহন হয়েছে ১১ লাখ ৮০ হাজার টনের বেশি।
উল্লেখ্য, চীন-লাওস রেলপথে যাত্রী স্টেশন ও যাত্রীবাহী ট্রেনের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি করা হয়েছে। লাওসের ভিয়েনতিয়েন, ভ্যাং ভিয়েং এবং লুয়াং প্রাবাং-এ ট্রেনে যাতায়াতকারী পর্যটকের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।