


এপ্রিল ১৫: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় কমিটির বৈদেশিক কার্যালয়ের মহাপরিচালক ওয়াং ই আজ (শনিবার) সকালে বেইজিংয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে ওয়াং ই বলেন, চীনের বিদেশনীতি বরাবরই স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রেখে এসেছে। ভবিষ্যতেও দেশটি স্বাধীন ও স্বতন্ত্র কূটনৈতিক চিন্তাধারায় অবিচল থাকবে এবং জাতিসংঘের মর্যাদা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সৃষ্ট আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবে।
তিনি আরও বলেন, জার্মানির সঙ্গে বিনিময় ও যোগাযোগ জোরদার করে, দ্বিপাক্ষিক সম্পর্কের সুষ্ঠু উন্নয়নে কাজ করে যেতে চীন ইচ্ছুক। জার্মানির ঐক্যবদ্ধ হবার প্রচেষ্টায় চীন সমর্থন দিয়েছিল; জামানিও চীনের শান্তি ও ঐক্যের পথে যাত্রাকে সমর্থন করবে বলে বেইজিং আশা করে।
জবাবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ হিসেবে চীন কাজ করছে, আর ইউরোপের বড় রাষ্ট্র হিসেবে কাজ করছে জার্মানি। দু’পক্ষের সংলাপ ও যোগাযোগ জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার্মানি ‘এক-চীননীতি’তে অবিচল থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।