


এপ্রিল ১৫: রুশসংশ্লিষ্টতার অজুহাতে একাধিক চীনা শিল্পপ্রতিষ্ঠানের ওপর অবরোধ আরোপের মার্কিন সিদ্ধান্তে বেইজিং ক্ষুব্ধ। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র আজ (শনিবার) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
মুখপাত্র বলেন, মিথ্যা অজুহাতে চীনা শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে মার্কিন প্রশাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। দেশটির একতরফা সিদ্ধান্ত জাতিসংঘ সনদেরও পরিপন্থী।
তিনি বলেন, মার্কিন সিদ্ধান্তে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর বৈধ স্বার্থ নষ্ট হবে এবং বৈশ্বিক সরবরাহ-চেইনের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর এর নেতিবাচক প্রভাবও পড়বে। যুক্তরাষ্ট্রের উচিত নিজের ভুল আচরণ সংশোধন করা এবং চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দমনের অযৌক্তিক ও অন্যায্য প্রচেষ্টা থেকে সরে আসা।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।