


সিনচিয়াং বাতাসসমৃদ্ধ অঞ্চল। বিশেষ করে ‘চুনকার’ পশ্চিমাঞ্চলীয় পর্বত ও ‘থিয়ান শান’-এর উত্তরাঞ্চলের মাঝখানের গিরিখাতে বছরের ১৪৮ দিন প্রচুর বাতাস থাকে। ‘চুনকার’ বেসিন এবং ‘থুলুফান’ বেসিনের মধ্যে রয়েছে ‘তা পান ছেং’ গিরিখাত অঞ্চল। এখানেও বছরে প্রচুর বাতাস পাওয়া যায় প্রায় দেড় শ দিন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।