


সিনচিয়াং সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত একটি অঞ্চল। ভারতীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উষ্ণ ও আর্দ্র বাতাস, হিমালয় ও খুন লুন পবর্তসহ বেশকিছু বড় পর্বতমালার বাধা অতিক্রম করে, সিনচিয়াংয়ে আসতে পারে না বললেই চলে। কেবল আর্কটিক মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের কিছু
ঠাণ্ডা বাতাস সিনচিয়াংয়ের উত্তর-পশ্চিম পর্বতমালা দিয়ে প্রবেশ করে, সিনচিয়াংয়ে সামান্য বৃষ্টিপাতের কারণ হয় এবং শীতকালে ঠাণ্ডা ও শুষ্ক নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু সৃষ্টি করে। ‘থিয়ান শান’-এর উত্তরাঞ্চল হচ্ছে মধ্যম নাতিশীতোষ্ণ, দক্ষিণাঞ্চল হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চল। শীতকালে প্রচণ্ড ঠাণ্ডা পড়ে এবং শীতকাল দীর্ঘও বটে। সিনচিয়াংয়ের গ্রীষ্মকাল বেশিদিন স্থায়ী হয় না, যতটুকু সময় থাকে ভীষণ গরমের আমেজ পান বাসিন্দারা।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।