


তিব্বতের দক্ষিণ দিকের উপত্যকা এলাকা ‘কাং তি সি’ পর্বত ও হিমালয় পর্বতের মধ্যে অবস্থিত। এর গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫০০ মিটারের কাছাকাছি। ইয়ারলুং জাংবো নদী তিব্বতের দক্ষিণ ও পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয় তীব্র গতিতে, কিন্তু এ অঞ্চল দিয়ে এটি প্রবাহিত হয় শান্তভাবে। এর ফলে এ অঞ্চলে বহু সমতল উপত্যকা সৃষ্টি হয়েছে। এসব উপত্যকার আকার এক নয়। এগুলো প্রস্থে ৭ থেকে ৮ কিলোমিটার এবং দৈর্ঘ্যে ৭০ থেকে ১০০ কিলোমিটারের কাছাকাছি। এখানকার সমতল ভূখণ্ড ও উর্বর মাটি স্থানীয় কৃষির উন্নয়নে শ্রেষ্ঠ সুযোগ সৃষ্টি করেছে। ‘থু ফান’ রাজবংশ আমল থেকে এ জায়গাটি ‘তিব্বতের শস্যভাণ্ডার’ হিসেবে পরিচিত।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।