


তিব্বতের পূর্ব দিকের আলপাইন উপত্যকা এলাকা তথা হেংতুয়ান পর্বতমালা ও তিন নদীর অববাহিকা এলাকা, ‘নাছুই’-এর পূর্ব দিকে অবস্থিত। এর উত্তরাঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে ৫২০০ মিটার উুচুতে অবস্থিত। এখানে খাড়া পাহাড় রয়েছে। পাহাড়ের চূড়ায় সারাবছর তুষার জমে থাকে। পাহাড়ের মাঝে ঘন বন আছে এবং পাহাড়ের পাদদেশে চিরসবুজ গ্রামীণ প্রকৃতি রয়েছে, যা অদ্ভূত ও আকর্ষণীয়।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।