


তিব্বতের উত্তর দিকের মালভূমি পূর্ব ও পশ্চিমে ২৪০০ কিলোমিটার দীর্ঘ এবং দক্ষিণ ও উত্তরে ৭০০ কিলোমিটার প্রশস্ত। এই মালভূমি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের মোট আয়তনের তিন ভাগের দুই ভাগজুড়ে আছে। এখানকার তৃণভূমি তিব্বতের প্রধান পশুপালন এলাকা। এখানে আছে ‘ছিয়াং থাং’ প্রাকৃতিক সংরক্ষিত এলাকা, যার মোট আয়তন ৭ লাখ বর্গকিলোমিটার। এটি বিশ্বে সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উচুঁতে অবস্থিত প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চল। এখানে আছে ঘন ঘন হ্রদ, সীমাহীন তৃণভূমি, তুষারাবৃত পর্বত, ও হিমবাহ। এখানকার অনেক বন্যপ্রাণী আছে যেগুলো বিপন্ন প্রজাতির। এসব বিপন্ন প্রজাতির মধ্যে রয়েছে তিব্বতি হরিণ, বন্য ইয়াক, তিব্বতি বন্য গাধা, তিব্বতি স্নো চিকেন, বার-হেডেড হংস, ইত্যাদি। এ জায়গাটিকে ‘প্রাকৃতিক চিড়িয়াখানা’ বলে ডাকা হয়।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।