শনিবার, জুন ১০, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকচীনের দশটি সবচেয়ে সুন্দর বনের মধ্যে, থিয়ানশান জুয়েলিং স্প্রুস বন প্রথম স্থানে...

চীনের দশটি সবচেয়ে সুন্দর বনের মধ্যে, থিয়ানশান জুয়েলিং স্প্রুস বন প্রথম স্থানে রয়েছে

চীনের দশটি সবচেয়ে সুন্দর বনের মধ্যে, থিয়ানশান জুয়েলিং স্প্রুস বন প্রথম স্থানে রয়েছে, যা চীনা বনের অনন্য সৌন্দর্যও প্রমাণ করে। ছত্রাক হিল (Chatrak Hills) পর্বতমালার গিরিখাতে আপনি বিভিন্ন বনের সৌন্দর্য অনুভব করতে পারবেন। সেখানে সবুজ ফার, সবুজ ঘাস, ঝিঁঝিঁ পোকা ডাক, ও পাখির কিচিরমিচির রয়েছে। গভীর উপত্যকা ও গভীর গিরিখাত এলাকায় এলে সুন্দর ‘চিয়াংনানের’ ওয়াটার টাউন দেখার পাশাপাশি, উত্তর-পশ্চিমের রুক্ষতা ও মহিমাও অনুভব করতে পারবেন।
সিনচিয়াংয়ে একটি বিশেষ ধরনের বন রয়েছে, যা জীবনের উত্থান-পতন ও শক্তি প্রতীক। এটি তারিম অববাহিকায় জীবনের টোটেম হিসাবে পরিচিত পপুলাস ইউফ্রেটিকা বন। বলা হয়, পপুলাস ইউফ্রেটিকা বন হাজার বছর মরবে না, মৃত্যুর পর হাজার বছর পড়ে যাবে না, পড়ে যাওয়ার পর হাজার বছর ধরে অমর হয়ে থাকবে। পপুলাস ইউফ্রেটিকা বন তারিম অববাহিকায় সোজা হয়ে দাঁড়িয়ে আছে এবং এখনও বাতাস ও বালিকে আটকে রাখছে। তাই পপুলাস ইউফ্রেটিকা বনটি সিনচিয়াংয়ের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট