


মার্চ ৩১: গত ২৯ মার্চ থেকে আয়োজিত দু’দিনব্যাপী তথাকথিত ‘গণতন্ত্র শীর্ষ সম্মেলন’ গণতন্ত্রের প্রশ্নে মার্কিন কপটতা ও দ্বৈতনীতিকে আরও মূর্ত করেছে। এ সম্মেলন আসলে বিশ্বকে বিভক্ত করার একটি অপচেষ্টা মাত্র। আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
মুখপাত্র বলেন, সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজের মানদণ্ড অনুসারে বিশ্বের দেশগুলোকে বিভিন্ন শ্রেণীতে ফেলার অপচেষ্টা করেছে, যা সেসব দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল। সম্মেলনের মূল উদ্দেশ্য, গণতান্ত্রের অজুহাতে, ‘ছোট বৃত্ত’ সৃষ্টি ও দেশে-দেশে বিভক্তি বাড়ানোর মাধ্যমে, নিজের আধিপত্যবাদ বজায় রাখা।
মাও নিং আরও বলেন, এহেন আচরণ প্রকৃত গণতন্ত্র ও জাতিসংঘ সনদের নীতি ও নিয়মের লঙ্ঘন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বার্থপরতা এবং আধিপত্যবাদী নীতি ও দ্বৈতচরিত্র নতুন করে ফুটে উঠেছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।