


মার্চ ৩১: ষষ্ঠ চীন আমদানি মেলার প্রচারানুষ্ঠান গতকাল (বৃহস্পতিবার) আর্জেটিনার রাজধানী বুয়েনস আয়ার্সে আয়োজিত হয়। সেদেশের বিভিন্ন সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
চীনের আন্তর্জাতিক আমদানি মেলা ব্যুরোর উপ-মহাপরিচালক লিউ ফু সুয়ে প্রচারানুষ্ঠানে বলেন, আমদানি মেলা আয়োজনের মাধ্যমে চীন বিশ্বের সামনে নিজের বাজারকে আরও উন্মুক্ত করেছে। আর্জেটিনা আমদানি মেলার পুরানো বন্ধু; দেশটির শিল্পপ্রতিষ্ঠানগুলো ক্রমবর্ধমান হারে এতে অংশ নিচ্ছে। দেশটির অনেক পণ্য চীনে বেশ জনপ্রিয়।
উল্লেখ্য, এবার ল্যাটিন আমেরিকার প্রথম প্রচারানুষ্ঠান আয়োজিত হলো আর্জেটিনায়। আর, ষষ্ঠ চীন আমদানি মেলা আগামী নভেম্বর শাংহাইয়ে অনুষ্ঠিত হবে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।