


মার্চ ২৯: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ছিন কাংয়ের আমন্ত্রণে, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. জামব্রাই আবদ কাদির আজ (বুধবার) দু’দিনের এক রাষ্ট্রীয় সফরে বেইজিং আসছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (মঙ্গলবার) এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।
মাও নিং জানান, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বগ্রহণের পর, এটি হবে ড. কাদিরের প্রথম চীন সফর। সফরকালে তিনি চীনা রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ছিন কাংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। বৈঠকে তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মতবিনিময় করবেন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।