


মার্চ ২৮: চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং আগামী ৩০ মার্চ হাইনানে অনুষ্ঠেয় বোআও এশিয়া ফোরামের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (সোমবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়ান লং, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, আইভোরি কোস্টের প্রধানমন্ত্রী প্যাট্রিক অ্যাচি, এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মহা-ব্যবস্থাপক ক্রিস্টালিনা জর্জিয়েভা এবারের সম্মেলনে অংশ নেবেন।
মুখপাত্র আরও জানান, সম্মেলনশেষে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং স্পেনের প্রধানমন্ত্রীরা বেইজিংয়ে আসবেন এবং চীনা নেতৃবৃন্দের সঙ্গে আলাদাভাবে বৈঠকে মিলিত হবেন।
উল্লেখ্য, চীনের হাইনানের বোআও-এ এশিয়া ফোরামের বার্ষিক সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে: ‘অস্থিতিশীল বিশ্ব, ঐক্যবদ্ধ ও সহযোগিতার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা এবং উন্মুক্তকরণ ও সহনশীলতার মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করা’। সম্মেলন চলবে ৩১ মার্চ পর্যন্ত।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।