রবিবার, জুন ১১, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকআজিগুল: পশম পেইন্টিং উত্তরাধিকারীর স্বীকারোক্তি

আজিগুল: পশম পেইন্টিং উত্তরাধিকারীর স্বীকারোক্তি

আপনি কি কখনও ‘পশম পেইন্টিং’ টার্মটি শুনেছেন? পশম পেইন্টিং হল লম্বা কেশের গবাদি পশুর (যেমন, খরগোশ, ভেড়া, কুকুর, মিঙ্ক, শিয়াল, ইত্যাদি) আকার ও রঙ অনুসারে তৈরি প্রাচীরসজ্জা। আজকের অনুষ্ঠানে আমি সিনচিয়াংয়ের একজন পশম পেইন্টিং উত্তরাধিকারীর গল্প শোনাবো। তাঁর নাম আজিগুল।

আজিগুল উপুর হচ্ছেন চীনের সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমুচি ‘কুই চি’ নামক শিল্প দলের প্রধান। আর এই দল হচ্ছে গোটা চীনে শুধুমাত্র একটি দল যারা পশমের ওপর রং করে। এখন এটি একটি অবস্তুগত সাংস্কৃতিক ঐতিহ্য এবং জাতীয় শিল্প তহবিলের একটি প্রচার প্রকল্প।
আজিগুল বলেন, ২০০৮ সালে যখন তিনি ঘোড়ায় চড়ছিলেন, তখন তাঁর মনে হঠাৎএকটি অনুপ্রেরণা জাগে: পশমের ওপর কাজ করা গেলে তা কী ধরনের প্রভাব ফেলবে? আর যে কোনো একটি বিশেষ জায়গায় গেলে বন্ধু বা আত্মীয়স্বজনদেরকে বিশেষ উপহার হিসেবে দেওয়া হলে, কেমন হবে? যেভাবে ভেবেছিলেন, সেভাবেই আজিকুলি পশম গবেষণা ও উন্নয়নের পথে যাত্রা শুরু করেন।
২০১৫ সালে তিনি নিজের জন্মস্থানে ফিরে আসার পরে, একে একটি আনুষ্ঠানিক ব্যবসা হিসাবে নেন। এতো বছর পরিশ্রমের পরে, তিনি কিছু অর্জন করেছেন। এখন পশম পেইন্টিং দেশের স্বীকৃতি পেয়েছে। তিনি মনে করেন, তাঁর নেতৃত্বাধীন এই ছোট গবেষণাদল একটি নতুন শিল্পফর্ম সমাজের সামনে তুলে ধরেছে, এটি তাঁর সবচেয়ে বড় সম্মান।
তাঁদের শিল্পকর্মগুলো অনেক দেশি-বিদেশি প্রদর্শনীতেও অংশ নিয়েছে। এখন অনেক ছাত্রছাত্রী আজিগুলের কাছ থেকে আঁকতে শিখতে আসে, তিনি তাদের আঁকতে শেখান। তিনি বলেন, যদিও তাঁদের উদ্যোক্তা হবার রাস্তা খুব কঠিন, কিন্তু এই ধরনের উচ্চাকাঙ্ক্ষী তরুণ-তরুণীদের একটি দল নিয়েই তিনি সামনে এগিয়েছেন। আজকাল সংস্কৃতি ও পর্যটনের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে, ফলে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগবরাবর দেশগুলোর সাংস্কৃতিক উপাদানও তাঁদের কাজের মধ্যে একীভূত হয়েছে, যা তাঁদের কাজের সাংস্কৃতিক সংযোজিত মূল্যকেও বাড়িয়ে নিয়েছে। অবশ্যই তিনি আশা করেন যে, তাঁদের এই নতুন শিল্প ফর্ম আরও ভালোভাবে এগিয়ে যাবে, ভবিষ্যতে আরো বড় মঞ্চ দখল করবে।
২০২২ সালের ১০ মার্চ ‘নতুন যুগে চীনা বিখ্যাত ক্যালিওগ্রাফার এবং চিত্রশিল্পী সংক্রান্ত নিউ মিডিয়া ডিজিটাল আর্ট প্রদর্শনী ’ নিউইয়র্ক টাইমস স্কয়ারে প্রদর্শিত হয়। আজিগুলের শিল্পকর্ম সে প্রদর্শনীতে অংশ নেয়।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট