


সিনচিয়াংয়ে কেবল যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, তা নয়; বরং আরামদায়ক আবহাওয়াও রয়েছে। এখানকার প্রাকৃতিক দৃশ্য সুন্দর এবং স্থানীয় খাবার সমৃদ্ধ। মরুদ্যান, গোবি মরুভূমি এবং পর্বতমালার মধ্যেই আছে ‘শস্যভাণ্ডার’, ‘তেলের বেসিন’, ‘মাংসের ডিপো’, ‘কয়লার সমুদ্র’। তাই, গণপ্রজাতন্ত্রী চীনের সাবেক প্রধানমন্ত্রী চৌ এন লাই সিনচিয়াংকে মাতৃভূমির ‘এক গুপ্তধনসমৃদ্ধ জমি’ হিসেবে প্রশংসা করেছিলেন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।