


‘থিয়ান শানের’ দক্ষিণাঞ্চলকে ‘নান চিয়াং’ তথা দক্ষিণ সিনচিয়াং বলে ডাকা হয়। ‘থিয়ান শানের’ উত্তরাঞ্চলকে ডাকা হয় ‘পেই চিয়াং’ তথা উত্তর সিনচিয়াং। এর মধ্যে দক্ষিণ সিনচিয়াংয়ে অবস্থিত ‘তালিমু’ বেসিন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ১৪০০ কিলোমিটার দীর্ঘ এবং দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত ৫২০ কিলোমিটার প্রশস্ত। এর আয়তন প্রায় ৫ লাখ ৬০ হাজার বর্গকিলোমিটার। বেসিনের ভিতরে ‘থাখ্যলামাকান’ মরুভূমি অবস্থিত। পূর্ব থেকে পশ্চিমে এর দৈর্ঘ্য ১০০০ কিলোমিটার, দক্ষিণ থেকে উত্তরে এটি ৪০০ কিলোমিটার প্রশস্ত, এবং এর মোট আয়তন প্রায় ৩ লাখ ৩০ হাজার বর্গকিলোমিটার।
উত্তর সিনচিয়াংয়ে অবস্থিত ‘চুনক্যআর’ বেসিন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ৮০০ কিলোমিটার দীর্ঘ, দক্ষিণ ও উত্তরে ৫০০ কিলোমিটার প্রশস্ত, এবং এর আয়তন প্রায় ৩ লাখ ৮০ হাজার বর্গকিলোমিটার। এটি চীনের দ্বিতীয় বৃহত্তম বেসিন। এই বেসিনের ভিতরে আছে ‘কুআরপানথুংকুথ্য’ মরুভূমি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০ থেকে ৬০০ মিটার উঁচু। এর আয়তন ৪৮ হাজার ৮ শ বর্গকিলোমিটার। এটি চীনের দ্বিতীয় বৃহত্তম মরুভূমি। মরুভূমিতে আছে অসংখ্য টিলা, যা গোটা মরুভূমির আয়তনের ৯৭ শতাংশজুড়ে অবস্থিত।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।