


সিনচিয়াংয়ের টপোগ্রাফি বা ভূসংস্থান অত্যন্ত জটিল। এখানে আছে পাহাড় ও নদী; আছে মরুভূমি ও মরুভূমিতে আছে অসংখ্য মরুদ্যান। ‘থিয়ান শান’ সিনচিয়াংয়ের মধ্যাঞ্চলে অবস্থিত। দক্ষিণাঞ্চলের ‘তালিমু’ বেসিন এবং উত্তরাঞ্চলের ‘জুনক্যআর’ বেসিন এই পাহাড়ের দুই দিকে অবস্থিত। উত্তরাঞ্চলের ‘আলতাই’ পর্বতমালা এবং দক্ষিণাঞ্চলের ‘খুনলুন’ পর্বতমালা উল্লম্ব এবং আনুভূমিকভাবে সিনচিয়াংয়ের দক্ষিণ ও উত্তর দিকে অবস্থিত। একে বলা হয় ‘তিন পাহাড়ের মাঝে দুইটি বেসিন’।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।