শনিবার, এপ্রিল ১, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকএনপিসি’র প্রতিনিধি পাইমাছুও

এনপিসি’র প্রতিনিধি পাইমাছুও

চীনের জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র প্রতিনিধি পাইমাছুও লম্বা সময় ধরে পশুপালক অঞ্চলের বৃদ্ধবৃদ্ধা এবং পেনশন ইস্যুর ওপর গুরুত্বারোপ করে আসছেন। তিনি বলেন, ‘শিক্ষাজীবনে তাঁর মূল বিষয় ছিল ছিল নৃবিদ্যা। এই বিষয়ের মৌলিক নিয়ম হচ্ছে মাটির কাছে থেকে লম্বা সময় ধরে গবেষণা করা।’ তিনি বলেন, “কয়েক বছর আগে, আমি নাছু শহরের চিয়া লি জেলার প্রবীণকেন্দ্রে এক জরিপ চালিয়েছিলাম। সেখানে কয়েক মাস ধরে আমি প্রবীণদের সাথে বসবাস করেছি। তাঁদেরকে দেখেছি বিভিন্ন কারণে একাকী জীবন কাটাতে। তবে, তাঁদের সাথে জীবনযাপনের ওই কয়েক মাসে তাঁদের মুখ থেকে উচ্চারিত একটি কমন টার্ম ছিল ‘এটাই আমার বাড়ি’।”
সাক্ষাত্কার দেওয়ার সময় তিনি বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে প্রবীণ ইস্যুর ওপর বেশ গুরুত্বারোপ করে আসছে স্থানীয় বেসামরিক প্রশাসন বিভাগ। ধারাবাহিক জরিপের মাধ্যমে আমি উপলদ্ধি করেছি যে, তৃণমূল পর্যায়ের মৌলিক কর্মকাণ্ডকে সুসংহত করার জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালিয়েছে তিব্বতের কর্তৃপক্ষ। প্রবীণ পশুপালকদের কাছে সিপিসি ও কেন্দ্রীয় সরকারের উষ্ণতা পৌঁছে দিয়েছে তারা।” তিনি বলেন, তিনি নিজের প্রচেষ্টায় সবার কাছে চীনা আওয়াজ, চীনা তত্ত্ব এবং চীনা চিন্তাধারা প্রচার করবেন। বিশ্ব আরও ভালোভাবে চীন ও চীনের তিব্বতকে উপলদ্ধি করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট