


মার্চ ১৭: গত ১৪ মার্চের দৃশ্য। তিব্বতের রাজধানী লাসা শহরের প্রথম স্কুলের প্রথম গ্রেডের ৬ নম্বর ক্লাসের ছাত্রছাত্রীরা তিব্বতি ভাষা ক্লাসে তিব্বতি ভাষা শিখছে ও লিখছে। তিব্বতে আধুনিক শিক্ষাব্যবস্থা চালুর শুরুর দিক থেকেই, এখানকার স্কুলগুলোতে তিব্বতি ও চীনা ভাষা শেখানো হচ্ছে। গণিতও এখানকার স্কুলে অবশ্য পাঠ্য। তিব্বতি ভাষার পাশাপাশি চীনা ভাষা শেখার মাধ্যমে এখনকার ছাত্রছাত্রীরা আরও বড় জগতে প্রবেশ করার যোগ্যতা অর্জন করছে। তারা তিব্বতি সংস্কৃতিও লালন করছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।