


প্রিয় দর্শকমণ্ডলী, আপনারা কি চীনা ভাষা শিখতে চান? অনেকেই চীনা ভাষা শিখতে আগ্রহী। আজকের অনুষ্ঠানে আমি সিনচিয়াংয়ের একজন শিক্ষিকার গল্প আপনাদের বলব, যার নাম আইনুর।
আইনুর চীনা ভাষা শেখান। তিনি বেইজিং নর্মাল বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জার্মানির নুরেমবার্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১২ সালে তিনি দেশে ফিরে আসেন।
দেশে ফিরে তিনি ‘খ্যলামাই’ পেশাগত প্রযুক্তি কলেজের নিয়োগবিজ্ঞপ্তি দেখে আবেদন করেন এবং সেখানে চীনা ভাষার শিক্ষক হিসেবে যোগ দেন।
তিনি বলেন, এখানে কাজের সুযোগ পেয়ে তিনি অনেক খুশি। কারণ, তাঁর বিশ্ববিদ্যালয়ের মূল বিষয় ছিল চীনা ভাষা। এখানে তাকে চীনা ভাষাই পড়াতে হচ্ছে। এর মানে তিনি যা শিখেছেন, তা কাজে লাগছে। এখন ছাত্রছাত্রীদের সাথে তাঁর জীবন ভালোই কাটছে।
জার্মানিতে লেখাপড়ার স্মৃতি স্মরণ করে তিনি বলেন, তাঁর বিদেশে লেখাপড়ার খরচ নিজেকেই বহন করতে হয়েছে। অবশ্য, মিউনিখে চীনের কনসুল্যেট জেনারেল অধ্যায়নরত ছাত্রছাত্রীদের উপবৃত্তি বিতরণ করেছে। প্রতিবছর সর্বোচ্চ মাত্র ৫০০০ ইউরো দেওয়া হতো। এতে তাঁর পরিবারের খানিটকটা খরচ সাশ্রয় করেছে। সেই সঙ্গে, নিয়মিতভাবে বিভিন্ন অনুষ্ঠানে চীনা ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানাতো জেনারেল কনস্যুলেট। সেসব অনুষ্ঠানে দেশের উষ্ণতা পাওয়া যেতো
তাঁর বর্তমান পেশা সম্পর্কে তিনি বলেন, তাঁর ক্লাসে ছেলের সংখ্যা বেশি। ক্লাস শুরুর দিকে তিনি তাদের একতা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন। ছাত্রছাত্রীদের সাথে সম্পর্ক রাখা বেশ মজার। মাঝেমধ্যে তিনি তাদের বাস্কেটবল প্রতিযোগিতায় উপস্থিত থেকে তাদের উত্সাহ দেন। আর অবসরের সময় কফি দোকানে বসে কফি পান করতে পছন্দ করেন।
তিনি বলেন, এ কর্মজীবন তাঁর বেশ পছন্দ। এখানকার আয়ও বেশ ভালো। এতে অনেক সন্তুষ্ট তিনি।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।