


মার্চ ১৬: গত ১৪ মার্চ চীনের ‘তালিমু’ বেসিনের ‘শুনপেই’ তেলক্ষেত্রের ৮৪ নম্বর কূপ একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। কূপটির গভীরতা ৮৯৩৭.৭৭ মিটারের বেশি। ফলে, এটি এখন এশিয়ার গভীরতম কূপ। তেলক্ষেত্র অনুসন্ধান খাতে চীনের এটি নতুন অর্জনও বটে।
‘শুনপেই’ তেলক্ষেত্র ‘তালিমু’ বেসিনের মধ্যাঞ্চলে অবস্থিত। আর ‘তালিমু’ বেসিনে আবিষ্কৃত তেলক্ষেত্রগুলোতে মজুত তেলের পরিমাণও গোটা চীনের মধ্যে সর্বোচ্চ। ‘শুনপেই’ তেলক্ষেত্রের গভীরতা ৭৩০০ মিটারে বেশি।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।