


মার্চ ১৫: চীনের সিন চিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ‘রাজকুমারী চিয়ে ইয়ৌ’ শীর্ষক গীতিনাট্য মঞ্চস্থ হয় গত ১৩ মার্চ চীনের চিয়াং সু প্রদেশের নানথুং থিয়েটারে। আশা করা হচ্ছে, এর মাধ্যমে চিয়াং সু এবং সিনচিয়াংয়ের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদার হবে। এই গীতিনাট্যের মূল বিষয় হচ্ছে চীনের পশ্চিম হান রাজবংশ আমলের রাজকুমারী লিউ চিয়ে ইয়ৌ এবং ‘উ সুন’ রাজ্যের রাজার বিয়ের গল্প। ‘উ সুন’ রাজ্যে ৫০ বছরের জীবনে হান রাজবংশের সংস্কৃতি রক্ষা এবং সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে বড় অবদান রাখেন এই রাজকুমারী।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।