


চীনের জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র প্রতিনিধি এবং সিনচিয়াংয়ের উশি কাউন্টির ইমামু টাউনশিপের ন্যাশনাল জেনারেল ল্যাঙ্গুয়েজ প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল কুরবান নিয়াজি এবারের ‘দুই অধিবেশনের’ আগে বহুবার কাশগর, হোতান, আকসু ও তাচেংসহ অনেক স্থান পরিদর্শন করেছেন। চীনা শ্রেষ্ঠ ঐতিহ্যগত সংস্কৃতি সংরক্ষণ বিষয়ে বহু বক্তৃতা দিয়েছেন তিনি। তাঁর কথা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতাও পেয়েছে। প্রতিটি বক্তৃতার পরে, তিনি সকল স্থানীয় জাতিগোষ্ঠীর স্থানীয় মানুষের সাথে আলাপ-আলোচনা করেন এবং তাদের মতামত ও পরামর্শ শোনেন। তিনি বলেন, এই বছর তিনি সিনচিয়াং, বিশেষ করে দক্ষিণ সিনচিয়াং-এ শিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্পসংক্রান্ত প্রস্তাব উত্থাপন করবেন। তাঁর প্রস্তাবের মূল লক্ষ্য হবে, ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিকে গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়া ও জনগণের জীবনের সাথে একীভূত করা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।