


মার্চ ৯: চলতি বছর ৮ মার্চ পর্যন্ত চীনে এক্সপ্রেস ডেলিভারির সংখ্যা ২০০৯ কোটিতে দাঁড়ায়। চীনের জাতীয় ডাকঘরের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
জাতীয় ডাকঘর জানায়, চলতি বছর গোটা চীনে এক্সপ্রেস ডেলিভারির সংখ্যা ১০০০ কোটিতে পৌঁছাতে ৩৯ দিন সময় লেগেছে। আর পরবর্তী ১০০০ কোটিতে পৌঁছাতে সময় লেগেছে আরও কম, মাত্র ২৮ দিন।
ডাকঘর আরও জানায়, চীনে প্রতিদিন গড়ে ১০ কোটিরও বেশি এক্সপ্রেস ডেলিভারি প্যাকেজ গ্রামাঞ্চলে পৌঁছায়। গ্রামীণ পুনরুদ্ধারকে এগিয়ে নিতে এক্সপ্রেস ডেলিভারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।