


মার্চ ৯: যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ কমিটির গতকাল (বুধবার) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অর্থনীতিতে কিছুটা প্রবৃদ্ধি হয়েছে, তবে মুদ্রাস্ফীতির চাপ এখনও রয়ে গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আগের প্রতিবেদনে ৬টি রাজ্যের অর্থনৈতিক অবস্থার যে চিত্র তুলে ধরা হয়েছিল, তাতে তেমন কোনো পরিবর্তন ঘটেনি। অস্থিতিশীলতা বৃদ্ধির প্রেক্ষাপটে, আগামী কয়েক মাসে মার্কিন অর্থনীতিতে কোনো সুস্পষ্ট উন্নয়ন দেখা যাবে না।
এদিকে, মার্কিন ফেডারেল রিজার্ভের দু’দিনব্যাপী মুদ্রানীতি সভা আগামী ২১ মার্চ শুরু হবে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।