


মার্চ ৬: জাম্বিয়ায় দায়িত্বপালনতর চীনের ২৫তম সামরিক চিকিত্সক দলের ১১ জন সদস্যকে পুরস্কৃত করেছে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত শনিবার তাঁদেরকে ‘আন্তর্জাতিক মৈত্রী সহযোগিতা পদক’-এ ভূষিত করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চীনা চিকিত্কদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে জাম্বিয়ার প্রতিরক্ষাসচিব বলেন, দু’দেশের মৈত্রী সুদীর্ঘকালের। সুদীর্ঘকাল ধরে জাম্বিয়ায় উচ্চ পর্যায়ের চিকিত্সা বিশেষজ্ঞ দল পাঠিয়ে আসছে চীন। জাম্বিয়া এর জন্য কৃতজ্ঞ। চীনের সঙ্গে অব্যাহতভাবে চিকিত্সাসহ বিভিন্ন ক্ষেত্রে সামরিক সহযোগিতা জোরদার করতে তাঁর দেশ ইচ্ছুক বলেও জানান তিনি।
অনুষ্ঠানে চীনা দূতাবাসের সামরিক অ্যাটাশে চিয়াং লেই বলেন, দু’দেশের সামরিক বাস্তব সহযোগিতাকে এগিয়ে নিতে এবং দু’দেশের জনগণের মৈত্রী আরও জোরদার করতে, আরও বেশি অবদান রাখার যথাসাথ্য প্রচেষ্টা চালিয়ে যাবে চীন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।