


তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল হচ্ছে ছিংহাই-তিব্বত মালভূমির মূল এলাকা। ছিংহাই-তিব্বত মালভূমির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এর অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা ৪০০০ মিটারেরও বেশি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭০০০ মিটারেরও বেশি উচ্চতার পর্বতের সংখ্যা ৫০টিরও বেশি। এগুলোর মধ্যে ৮০০০ মিটারেরও বেশি উচ্চতাবিশিষ্ট পর্বতের সংখ্যা ১১টি। গোটা অঞ্চলটি হিমালয়, ‘খুন লুন’ পর্বত এবং ‘থাং কু লা’ পর্বত দিয়ে ঘেরা। এর ভূখণ্ড ও ভূমিরূপ জটিল।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।