শনিবার, মার্চ ২৫, ২০২৩
spot_img
বাড়িসারা বাংলাদুমকিতে বার্ষিক হরিনাম কীর্তন, মতুয়া মহোৎসব আগামীকাল শুরু

দুমকিতে বার্ষিক হরিনাম কীর্তন, মতুয়া মহোৎসব আগামীকাল শুরু

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে লেবুখালী গ্রামের আঙ্গারিয়া সার্বজনীন শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির ও শ্রীমৎ উত্তম গোঁসাই ভক্ত সেবাশ্রমে ২ দিন ব্যাপী ১২তম বার্ষিক হরিনাম কীর্তন, মতুয়া মহোৎসব কাল মঙ্গলবার থেকে শুরু হবে।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শুভ অধিবাস, মঙ্গলঘট স্থাপন,পূজা অর্চনা, শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ, সন্ধ্যা আরতী ও শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের উপর আলোচনা,হরিনাম সংর্কীতন,কবি গান,নিদুবনে শ্রীশ্রী গুরুচাঁদ যাত্রাপালা, ভক্তিমূলক গান এবং সব শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন।

মঙ্গলবার মান্দিরের প্রতিষ্ঠাতা মতুয়ারত শ্রীমৎ উত্তম গোঁসাই’র তত্ববধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করবেন পটুয়াখালী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডট্রি’র পরিচালক শ্রী শুভাশিষ মুখার্জী।

মঙ্গল আশীর্বাদক থাকবেন কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও শ্রীধাম ওড়াকান্দি গদিসমাসীন প্রতিভু অবতার মহা-মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর।

অনুষ্ঠানে শুভ উদ্বোধক হিসেবে থাকবনে শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন ও প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি মতুয়ামাতা শ্রীমতি সুর্বনা ঠাকুর ও উত্তম গোঁসাই ভক্ত সেবাশ্রমে উপদেষ্টা শ্রী পবিত্র কুমার মজুমদারসহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত থাকবেন।

বুধবার(১লা মার্চ) প্রসাদ বিতরনের মধ্যে দিয়ে শেষ হবে এ মতুয়া সম্মেলন।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি জানান, বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রান হিন্দুরা আসা শুরু করেছেন এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে আইন শৃংখলা বাহিনীর লোকজন মোতায়ন করা হয়েছে।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট