শুক্রবার, মার্চ ৩১, ২০২৩
spot_img
বাড়িরাজনীতিবাউফলে বঙ্গবন্ধু'র প্রতিকৃতি ভাংচুর !

বাউফলে বঙ্গবন্ধু’র প্রতিকৃতি ভাংচুর !

পটুয়াখালীপ্রতিনিধি।।পটুয়াখালীর বাউফলে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙ্গে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

রবিবার(২৬ ফেব্রুয়ারী) বিকালের দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি ভেঙ্গে ফেলা হয়েছে। বিকাল ৪টার পরে ঘটনাটি এলাকার লোকজনের নজরে আসে।

স্থানীয় ইউনুস মোল্লা বলেন, “আমি রবিবার দুপুরে অক্ষত অবস্থায় জাতির জনকের প্রতিকৃতিটি দেখেছি।

এব্যাপারে বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল বলেন, স্বাধীনতা বিরোধী গোষ্ঠী  এ জঘন্য  কাজটি করেছে বলে আমার ধারণা।”
এ ছাড়াও তিনি এ ঘটনার তীব্র নিন্দা  জানান এবং অবিলম্বে জড়িতদের খুঁজে বেড় করে আইনের আওতায় আনার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানান।

এব্যাপারে বাউফল থানার ওসি আল মামুন বলেন, বিষয়টি জানার সাথে সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন  করেছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

উল্লখ্য, মুজিব শতবর্ষ  উপলক্ষ্যে বাউফল পৌরসভার মেয়র ও পটুয়াখালী  জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলে এর উদ্যোগে উপজেলার গালর্স স্কুল রোডে বড় পুকুর পাড়ে প্রতিকৃতিটি স্থাপন করা হয়।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট