


ফেব্রুয়ারি ১৭: বোআও এশিয়া ফোরামের বার্ষিক সম্মেলন চলতি বছরের ২৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত চীনের হাইনান প্রদেশের বোআও-এ অনুষ্ঠিত হবে। বোআও এশিয়া ফোরামের সচিবালয় এ তথ্য জানিয়েছে।
সচিবালায় জানায়, এবারের বার্ষিক সম্মেলন পুরোপুরিভাবে অফলাইনে অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশের রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হবে: ‘অস্থিতিশীল বিশ্ব: ঐক্য ও সহযোগিতার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা এবং উন্মুক্ত ও সহশীলতার মাধ্যমে উন্নয়ন এগিয়ে নেওয়া’।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।