


ফেব্রুয়ারি ১৬: কোভিড পরিস্থিতির উন্নতির কারণে, চীনাদের মধ্যে বিদেশভ্রমণের প্রবণতা দিন দিন বাড়ছে। এতে, অন্যান্য দেশের সঙ্গে চীনের যোগাযোগ গভীরতর হবে এবং বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের গতিও বাড়বে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন গতকাল (বুধবার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
মুখপাত্র বলেন, চীনা পর্যটকদের জন্য আরও বেশি নিরাপদ ও সুবিধাজনক পরিবেশ সৃষ্টি করতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানায় চীন। পাশাপাশি, চীনা পর্যটকদেরকেও সংশ্লিষ্ট দেশ ভ্রমণের সময় সেদেশের নিয়মনীতি মেনে চলতে পরামর্শ দেয় বেইজিং।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।