সোমবার, মার্চ ২০, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকবিশ্বের ৭৬টি দেশ ও অঞ্চলে ৩০ হাজার চিকিত্সাকর্মী পাঠিয়েছে চীন: মুখপাত্র

বিশ্বের ৭৬টি দেশ ও অঞ্চলে ৩০ হাজার চিকিত্সাকর্মী পাঠিয়েছে চীন: মুখপাত্র

ফেব্রুয়ারি ১৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিশ্বের ৭৬টি দেশ ও অঞ্চলে, প্রয়োজনীয় চিকিত্সা-সহায়তাস্বরূপ, এ পর্যন্ত ৩০ হাজার চিকিত্সাকর্মী পাঠিয়েছে চীন।
তিনি বলেন, বিদেশে চিকিত্সাকর্মী পাঠানোর এই প্রক্রিয়া শুরু হয় ১৯৬৩ সালে, যখন আলজেরিয়ায় প্রথম চিকিত্সাকর্মীর একটি দল পাঠায় বেইজিং। চীনের চিকিত্সাকর্মীরা বিভিন্ন দেশে এ পর্যন্ত ২৯ কোটি রোগীকে সেবা দিয়েছে বলেও জানান তিনি।
মুখপাত্র ওয়াং বলেন, বিগত ৬০ বছরে চীনা চিকিত্সাকর্মীরা বিভিন্ন দেশ ও অঞ্চলে, বিপদ মাথায় নিয়ে, স্থানীয় জনগণকে চিকিত্সাসেবা দিয়েছে। পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারী শুরুর পর, চীন থেকে ১২০০ জনেরও বেশি চিকিত্সাকর্মী আফ্রিকায় যান। কোভিড-১৯ মহামারীর পর, চীন ৩৪টি দেশে ৩৭টি মহামারীবিরোধী বিশেষজ্ঞ গ্রুপ পাঠায়। পাশাপাশি, ৪১টি দেশের ৪৬টি হাসপাতালের সঙ্গে সহযোগিতামূলক প্রকল্পও চালু করে চীন।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট