


ফেব্রুয়ারি ১৪: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন গতকাল (সোমবার) নিরাপত্তা পরিষদের ‘শিশু ও সশস্ত্র সংঘর্ষ’ শীর্ষক এক সভায়, বিভিন্ন দেশের ওপর একতরফা অবরোধ তুলে নিতে, অবরোধ আরোপকারী দেশগুলোর প্রতি আবারও আহ্বান জানান।
তিনি বলেন, একতরফা অবরোধ গুরুতরভাবে সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক ও উন্নয়নের ভিত্তি নষ্ট করছে এবং অনেক শিশুর বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না।
চীনের প্রতিনিধি বলেন, তীব্র ভূমিকম্পের পর, অবৈধ একতরফা অবরোধের কারণে, সিরিয়ায় উদ্ধারকারী ভারী সরঞ্জাম ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রীর গুরুতর অভাব দেখা যাচ্ছে। অনেক শিশু, সময়মতো উদ্ধারকাজ শুরু হতে না-পারায়, প্রাণ হারিয়েছে।
তিনি আরও বলেন, একতরফা অবরোধ আরোপকারী দেশগুলোর উচিত অবিলম্বে সিরিয়ার ওপর থেকে অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেওয়া এবং শিশুসহ ভূমিকম্পদুর্গতের জীবন বাঁচানোর পরিবেশ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখা।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।