শনিবার, এপ্রিল ১, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকসিরিয়ার ভূমিকম্পদুর্গতদের জন্য ত্রাণসামগ্রী পাঠাচ্ছে চীন

সিরিয়ার ভূমিকম্পদুর্গতদের জন্য ত্রাণসামগ্রী পাঠাচ্ছে চীন

ফেব্রুয়ারি ১৩: সিরিয়ার ভূমিকম্পদুর্গতের সহায়তায় ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে চীন সরকার। আগামীকাল (মঙ্গলবার) এ সব ত্রাণমামগ্রী সিরিয়ার উদ্দেশে রওয়ানা হবে। চীনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থা জানায়, ত্রাণসামগ্রীর মধ্যে থাকবে ৩০ হাজার জরুরি ত্রাণ-ব্যাগ, ২০ হাজার কম্বল, ১০ হাজার সুতির কাপড়, ৩০০ তুলার তাঁবু এবং অ্যানেস্থেশিয়া মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি।
এ ছাড়া, চীন সরকারের সহায়তা হিসেবে ২২০ টন গম বর্তমানে সিরিয়ার পথে রয়েছে। বাকি ৩ সহ্রাধিক টন চাল ও গম চলতি মাসেই পর্যায়ক্রমে পাঠানো হবে বলে জানা গেছে।
এদিকে, তুর্কিয়েতে প্রথম দফার চীনা ত্রাণসামগ্রী গত ১১ ও ১২ ফেব্রুয়ারি ইস্তাম্বুলে পৌঁছায়। এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে কম্বল, তুলা তাঁবু, ইত্যাদি। ইলেক্ট্রোকার্ডিওগ্রাম মেশিন, মেডিকেল ট্রান্সফার ভিহিকল, ম্যানুয়াল হাসপাতালের বিছানাসহ অন্যান্য ত্রাণসামগ্রীও চলতি সপ্তাহের মধ্যে পাঠানো হবে।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট