


ফেব্রুয়ারি ১৩: ‘সিছুয়ান-ছুংছিং অর্থনৈতিক বৃত্ত’ পরিকল্পনার আওতায় মোট ২৪৮টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩.২৫ ট্রিলিয়ন ইউয়ান। এর মধ্যে ২০২৩ সালে ব্যয় হবে ৩৩৯.৫৩ বিলিয়ন ইউয়ান।
ছুংছিং শহরের উন্নয়ন ও সংস্কার কমিটির পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে সিছুয়ান-ছুংছিং অর্থনৈতিক বৃত্তের আওতায় ১৬০টি প্রকল্পের কাজ শেষ হয়, যা ২০১২ সালের ৬৭টির চেয়ে অনেক বেশি।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।