


ফেব্রুয়ারি ১৩: গতকাল (রোববার) চীনের হুপেই প্রদেশের রাজধানী উহানে অনুষ্ঠিত হয় তৃণমূল পর্যায়ের গণসংস্কৃতি উন্নয়নসংশ্লিষ্ট কর্মসম্মেলন।
সম্মেলনে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রচার মন্ত্রণালয়, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়, এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির যৌথ উদ্যোগে, তৃণমূল পর্যায়ে গণসংস্কৃতি খাতের ৫১টি দৃষ্টান্তমূলক কাজের তথ্য প্রকাশিত হয়।
অনুষ্ঠানে চীনের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী হু হ্য পিং বলেন, আধুনিক গণসংস্কৃতি সেবাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে জনগণের মৌলিক সাংস্কৃতিক স্বার্থ রক্ষা এবং তাদের আধ্যাত্মিক জীবন ও যৌথ সমৃদ্ধিকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এই ব্যবস্থা আরও সুসম্পন্ন করতে হবে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।