


ফেব্রুয়ারি ১১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, নর্ডস্ট্রিম পাইপলাইনে নাশকতা সম্পর্কে যুক্তরাষ্ট্রের উচিত বিশ্বের সামনে আরও দায়িত্বশীল মনোভাবের পরিচয় দেওয়া। নর্ডস্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের সাথে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত থাকার খবর মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত হবার প্রেক্ষাপটে উক্ত মন্তব্য করেন চীনা মুখপাত্র।
মুখপাত্র বলেন, এই পাইপলাইন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আন্তঃদেশীয় অবকাঠামো। এতে বিস্ফোরণের ঘটনা বৈশ্বিক জ্বালানি বাজার এবং বৈশ্বিক প্রাকৃতিক পরিবেশের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলেছে। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত রিপোর্ট সত্যি হলে, যুক্তরাষ্ট্রকে এর জন্য জবাবদিহি করতে হবে। এ ধরনের নাশকতামূলক আচরণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, সিমুর হার্শ নামক একটা মার্কিন সাংবাদিক সম্প্রতি এক প্রতিবেদনে অভিযোগ করেন যে, নর্ডস্ট্রিম পাইপলাইনে নাশকতার সাথে সরাসরি মার্কিন প্রশাসন জড়িত ছিল।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।